বিদেশি ঋণের ওপর জোর দিবেন নতুন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৪, ০২:৫৫ পিএম

বিদেশি ঋণের ওপর জোর দিবেন নতুন পরিকল্পনামন্ত্রী

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে কর্মদিবস শুরু হলো আজ। দায়িত্ব বুঝে নিয়ে নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব. আব্দুস সালাম জানালেন তাঁর কর্মপরিকল্পনার কথা। 

তিনি বলেন, বিদেশি ঋণের ওপর জোর দেওয়া হবে। দেশে টাকা প্রয়োজন। গ্রামীণ রাস্তাঘাট, অবকাঠামো সংযোগসহ গ্রাম নির্ভর প্রকল্পগুলোতে মনোযোগ দেয়া হবে। যাতে অর্থনৈতিক চাঞ্চল্য থাকে। এদিকে প্রথম অগ্রাধিকার। স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেয়া হবে। প্রকল্প বাস্তবায়ন যেন ধীর গতিতে না হয়। স্বাস্থ্য ব্যবস্থায় অনেক অব্যবস্থাপনা আছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক অংশ নেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, মানুষ যদি নিজ এলাকায় স্থিতিশীল হয়, কাজ পায় তাহলে শহরে অভিগমন হবে না। সে বিষয়ে বিশেষ পরিকল্পনা নেবেন পরিকল্পনা মন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে ছাড় নিয়ে জটিলতায় কোন ছাড় নয়, করতেই হবে। দুর্নীতি নিরসনে কাজ চলবে। কোথায় কোথায় বাধা আছে তা দেখা হবে বিশেষভাবে। দুর্নীতি এখন জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। এটার বৈশিষ্ট্যের ওপর হাত দেয়া যাবে না। তবে জিহাদ অব্যাহত থাকবে। শতভাগ নিশ্চিত থাকেন, কোথাও ছাড় দেয়া হবে না। পরিকল্পনা মন্ত্রী হিসেবে আমি শতভাগ দায়িত্ব পালন করবো। প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোন ছাড় দেয়ার সুযোগ নেই। কাজ সময়মতো শেষ করতে হবে।

Link copied!