জামিন হয়নি, কারাগারে চিন্ময় দাস

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৪, ০১:৪৪ পিএম

জামিন হয়নি, কারাগারে  চিন্ময় দাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার, ২৬ নভেম্বর চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেয়। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় চিন্ময় দাশের ক্ষুব্ধ অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

আরও পড়ুন: চিন্ময় দাস গ্রেপ্তার: পদক্ষেপ নিতে ভারতের প্রতি ইসকনের আর্জি 

এর আগে সোমবার তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করা হয়।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ভারতের প্রতি আর্জি জানিয়েছে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন। 

চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল সন্ধ্যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে তার অনুসারীরা। ডিবি কার্যালয়েও যান ধর্মীয় নেতারা। তারা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন। 

Link copied!