গৃহকর্মীর মর্যাদা প্রতিষ্ঠায় আলোচনা সভা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৪, ০৭:০৬ পিএম

গৃহকর্মীর মর্যাদা প্রতিষ্ঠায় আলোচনা সভা

ছবি: সংগৃহীত

গৃহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহকর্মীর মর্যাদা প্রতিষ্ঠায় ও পরিষেবা খাতে সুযোগ সুবিধা চেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৫ নভেম্বর রাজধানীর মালিবাগে দুপুর ২ টায় কারিতাস বাংলাদেশ মিলনায়তনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সুনীতি প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উম্মে হামি। বক্তা হিসেবে উপস্থিত হন রাইসুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খিলগাও থানার উপ-পরিদর্শক কামাল, সাংবাদিক ইউসুফ দিপুসহ প্রমুখ। সভায় আলোচনা করেন গৃহকর্মী ফোরামের পক্ষ থেকে কুলসুম, জানু বেগম, শারমীন, হাওয়া, শেফালী প্রমুখ।

সভায় ডিএসকে সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উম্মে হামি আলোচনা সভার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবহিত করেন। এছাড়াও তিনি কয়েকটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।  

Link copied!