ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের অংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
মঙ্গলবার, ২৬ নভেম্বর সকাল সাড়ে সাতটার থেকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন।
এদিকে মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শ্রমিকদের অভিযোগ, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। ইতিমধ্যে কারখানা দুটির একটি বিক্রি হয়েছে। বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।
এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেক চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন।