জুলাই ১১, ২০২৪, ০২:৪০ পিএম
রাস্তা বন্ধ করে কোটাবিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গতকাল উচ্চ আদালতের রায়ে কোটায় বিষয়ে ৪ সপ্তাহের স্থগিত আদেশ দিয়েছে। তাই, এখন আন্দোলনের কোন যৌক্তিকতা নেই। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।‘
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রতি পুলিশের সহমর্মিতা আছে। কিন্তু দেশের প্রচলিত আইন ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। ডিএমপির পক্ষ থেকে আমাদের অনুরোধ তারা যেন এমন কোনো কর্মসূচি আর না দেয়।
গত ১০ দিন ধরে শাহবাগ, সায়েন্সল্যাবসহ ঢাকার শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজও শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনের ঘোষণা দিয়েছে।
আন্দোলনের মুখে সরকার ২০১৮ সালে নবম থেকে ১৩তম গ্রেডে কোটা ব্যবস্থা বাতিল করে আর এক রিট আবেদনের শুনানি নিয়ে সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে আবারও মাঠে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। এক পর্যায়ে ‘বাংলা ব্লকেড’ নামে সড়ক অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করেন তারা।
পুলিশ কী ব্যবস্থা নেবে— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আন্দোলন না করার নির্দেশনা না মেনে আন্দোলন করলে ঢাকা মহানগর পুলিশের আইন ও দেশের প্রচলিত আইনে ৩৬ অনুযায়ী অপরাধ হবে।