নোয়াম চমস্কি: ভাষাগত বিপ্লব এবং সামাজিক ন্যায়বিচারের মূর্ত প্রতীক

সায়িমা সেলিম আনিকা

ডিসেম্বর ৭, ২০২৩, ০৮:৪০ পিএম

নোয়াম চমস্কি: ভাষাগত বিপ্লব এবং  সামাজিক ন্যায়বিচারের মূর্ত প্রতীক

নোয়াম চমস্কি।

জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষের অভাব নেই চলতি বিশ্বে। আছেন সাহসী মানুষও বিস্তর। কিন্তু একই সঙ্গে সাহস, জ্ঞান ও প্রজ্ঞার সম্মিলন কমই দেখা যায়। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে চমস্কি তাঁর প্রজন্মের সবচেয়ে নির্ভীক বুদ্ধিজীবীদের একজন। নোয়াম চমস্কি তেমনই একজন ব্যক্তিত্ব। আজকে তাঁর জন্মদিন । ৯৫তম  বছরে পা দিলেন চমস্কি।

১৯২৮ সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন চমস্কি। চমস্কির পুরো নাম ‘আভ্রাম নোম চমস্কি’। তিনি এখন ভাষাবিজ্ঞানী, তাত্ত্বিক , দার্শনিক, ও সমাজ আলোচক।

তিনি একই সাথে দুইটি বিশ্ববিদ্যালয়ে কার্যরত আছেন,  ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজিতে আজীবন অধ্যাপক হিসেবে আছেন , পাশাপাশি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে বিশিষ্ট অধ্যাপক হিসেবে কাজ করছেন।

ভাষা বিজ্ঞানে চমস্কির  যুগান্তকারী ভূমিকা  রয়েছে।। তিনি ব্যাপক ভাবে স্বীকৃত, চমস্কির প্রভাব একাডেমীর সীমানা থেকে বাইরেও প্রভাবিত হয়েছে। বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ক্ষেত্রে চমস্কি এক তরঙ্গ তৈরি করেছেন।

চমস্কি কেবল এসবেই সীমাবদ্ধ রাখেননি নিজেকে। বরং রাজনৈতিক ভিন্নমত এবং সামাজিক ন্যায়বিচারের ওকালতির ক্ষেত্রেও চমস্কি রেখেছেন অভাবনীয় ভূমিকা। কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রবেশের কারনে তাঁকে মুল্য দিয়ে আসতে হয়েছে। প্রায়ই তাঁর দৃষ্টিভঙ্গির ওপর মূলধারার মিডিয়া সন্দেহের দৃষ্টি দিয়ে আসছে।

এই জন্যই বোধহয় কেউ কেউ তাঁকে গ্রহনযোগ্যতার বাইরের প্রান্তিক হিসেবে বিবেচনা করে। তবুও মূলধারা থেকে এই বিচ্ছিন্নতাই চমস্কির পাবলিক ইমেজকে সংজ্ঞায়িত করছে। একাডেমিক সফলতা লাভের পরেও চমস্কির ভিন্নমতের কণ্ঠস্বরের সক্রিয়তা এমন এক আখ্যান বুনেছে,যা রীতিমত ঐতিহ্যগত আলোচনার সীমা অতিক্রম করেছে।

চমস্কির গভীর অবদানের মধ্যে একটি হল জ্ঞানীয় বিপ্লব , আবার পরবর্তিকালে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) আবির্ভাবের ক্ষেত্রে তাঁর মুখ্য ভূমিকা। নিছক সমালোচনামূলক আচরণবাদের বাইরে চমস্কি মনের জটিলতাগুলো খুঁজে বের করার সম্ভাবনাকে করেছেন আলোকিত।  এছাড়াও  নৃবিজ্ঞান,  মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞানের মতো শাখায় তিনি তাঁর অবাধ প্রভাব বিস্তার নিশ্চিত করেছেন।

আজকে চমস্কির জন্মদিনের শুভেচ্ছা প্রতিবেদনটি যখন আমরা লিখছি তখন,  চমস্কির ভাষাগত বিপ্লব এবং  সামাজিক ন্যায়বিচারের উভয়ের প্রতি সম্মান জ্ঞাপন করছি। শুভ জন্মদিন নোয়াম চমস্কি।

Link copied!