আধুনিক ফিলিপাইনের রূপকার রামোন ম্যাগসেসে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ১০:৩১ এএম

আধুনিক ফিলিপাইনের রূপকার রামোন ম্যাগসেসে

এশিয়ার নোবেলখ্যাত ‘রামোন ম্যাগসেসে’ পুরস্কারটি যার নামে প্রবর্তিত, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রামোন ডেল ফিরো ম্যাগসেসের ৬৪তম মৃত্যু বার্ষিকী আজ।

রামোন ডেল ফিরো ম্যাগসেসে ৩১ আগস্ট, ১৯০৭ সালে জাম্বালেস প্রদেশের রাজধানী আইবাতে জন্মগ্রহণ করেন। তার বাবা এক্সকুইল ম্যাগসেসে পেশায় ছিলেন কামার এবং মা পারফেক্টা ডেল ফিরো ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা। স্যান নার্সিকোর জাম্বালেস একাডেমিতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রম সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯২৭ সালে তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের প্রাক-প্রকৌশল পাঠ্যক্রমে ভর্তি হন। নিজ গাড়ীর ড্রাইভার হিসেবে কাজ করে প্রকৌশল শিক্ষা সম্পন্ন করেন। এরপর ১৯২৮-১৯৩২ সাল পর্যন্ত জোস রিজাল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোস রিজাল কলেজে বাণিজ্যে ডিগ্রী লাভ করেন। শিক্ষাজীবন সমাপণান্তে একটি বাস কোম্পানীতে প্রকৌশলী হিসেবে এবং একটি দোকানে সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করেছেন।

তিনি ১৯৩২ সালে লুজ বেনজন ম্যাগসেসেকে বিয়ে করেন। তাদের তিন সন্তানের নাম টেরেসিতা বেনজন ম্যাগসেসে,মিলাগ্রোস মিলা বেনজন ম্যাগসেসে এবং রামোন জান বেনজন ম্যাগসেসে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে ম্যাগসেসে ফিলিপাইন সেনাবাহিনীর ৩১তম পদাতিক বাহিনীতে যোগদান করেন। ১৯৪২ সালে বাটান অঞ্চল জাপানী বাহিনী অধিগ্রহণ করে। সেখানে ম্যাগসেসে পলায়ন করে পাহাড়ে আশ্রয় নেন। জাপানী বাহিনীর হাত থেকে কমপক্ষে চারবার গ্রেফতার এড়ান তিনি। ওয়েস্টার্ন লুজান গেরিলা বাহিনী গঠন করে ৫ এপ্রিল ১৯৪২ সালে ক্যাপ্টেন হিসেবে কমিশন্ডপ্রাপ্ত হন। তিন বছর তিনি কর্নেল মেরিলের নিয়ন্ত্রণাধীন খ্যাতনামা গেরিলা দল জাম্বালেসের স্যান মার্সেলিনোর সয়াং এলাকায় যুদ্ধ পরিচালনা করেন। সেখানে তার কোডনেম চো হিসেবে প্রথমত সাপ্লাই অফিসার এবং পরবর্তীকালে কমান্ডাররূপে ১০,০০০ গেরিলার এক শক্তিশালী বাহিনীর দায়িত্ব¡ পান। জাম্বালেস উপকূলকে নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হন এবং আমেরিকান বাহিনী আসার পর ফিলিপাইন কমনওয়েলথ ট্রুপসের সাথে ২৯ জানুয়ারি, ১৯৪৫ সালে একযোগে কাজ করেন।

মোটরগাড়ী শিল্পের প্রকৌশলী হিসেবে কাজ করেন। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে গেরিলা নেতা হিসেবে সাফল্য অর্জন করায় পরবর্তীকালে জাম্বালেস প্রদেশের সামরিক গভর্নর হিসেবে নিযুক্ত হন। এরপর লিবারেল পার্টির পক্ষ অবলম্বন করে দুই মেয়াদে জাম্বালেসের কংগ্রেসম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি এলপিডো কুইরিনো তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ন্যাশিওনালিস্তা পার্টির পক্ষ হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন রামোন ম্যাগসেসে। তিনি ছিলেন বিংশ শতকে জন্মগ্রহণকারী প্রথম ফিলিপিনো রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় ১৯৫৭ সালে সেবুতে ডগলাস সি-৪৭ এর বিমান দূর্ঘটনায় মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যুর পর ১৯৫৭ সালের এপ্রিল মাসে রামোন ম্যাগসেসে পুরস্কার প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ। বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে এশিয়ার অন্যতম সম্মানজনক বেসামরিক এই পুরস্কার প্রদান করা হয়।

Link copied!