বিকেল তিনটায় চালু হয় মোবাইল ইন্টারনেট

ফোর-জি থাকলেও চলছে না মোবাইল ইন্টারনেট!

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৪, ০৮:৪০ পিএম

ফোর-জি থাকলেও চলছে না মোবাইল ইন্টারনেট!

প্রতীকী ছবি

মোবাইলে ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠক শেষে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, রোববার বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে।

কিন্তু বিকেল থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হলেও গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। মোবাইল ফোর-জি ইন্টারনেট সেবা চালুর পর সব অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হলে সেটাও অকার্যকর রয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে এই বৈঠক করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠক শেষে তিনি জানান, মোবাইল ফোর-জি ইন্টারনেট সেবা চালুর কথা বললেও যথারীতি মোবাইল ফোনে ফোরজি নেটওয়ার্ক দেখাচ্ছে। কিন্তু সেটা চলছে না।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে চিঠি দিয়েছে বিটিআরসি মোবাইলে ইন্টারনেট চালুর সিদ্ধান্ত হলেও ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম যথারীতি বন্ধ থাকবে বলে জানানো হয়।”

মোবাইল ইন্টারনেট
প্রতীকী ছবি

মোবাইল ইন্টারনেট ভালোভাবে না চলার বিষয়টি তুলে ধরে সাধারণ গ্রাহক রাসেল মজুমদার বলেন, “বিকেল থেকে মোবাইল ইন্টারনেট পাওয়ার কথা থাকলেও নেটওয়ার্ক বারে ফোর-জি লেখা থাকলেও চালানো যাচ্ছে না ইন্টারনেট, চলছে না ইউটিউব।”

৩১ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। কয়েকদিন ইন্টারনেট সেবা বিঘ্নিতের কারণ হিসেবে সন্ত্রাসীদের হামলায় ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ায় কথা জানান প্রতিমন্ত্রী পলক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্পনা চ্যাটার্জি বলেছেন, “বিকেলে মোবাইল ইন্টারনেট চালুর কথা ছিল। ইন্টারনেট পাবো ভেবে দুপুরেই এমবি কিনেছি। কিন্তু ইন্টারনেট কোনওভাবেই পাচ্ছি না। ইউটিউবেও কিছু দেখতে পারছি না। পুরো টাকাটাই নষ্ট।”

এর আগে গতকাল মোবাইল ইন্টারনেট চালুর জন্য আজ রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরো অবনতি হলে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

পাঁচদিন পর ২৩ জুলাই মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। পরদিন বুধবার রাতে সারা দেশে বাসাবাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া গেলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।

কয়েক দিন ইন্টারনেট সেবা বিঘ্নিতের কারণ হিসেবে সন্ত্রাসীদের হামলায় ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Link copied!