মাদক মামলায় টানা ২৫ দিন পর আরিয়ান খান জামিন পাওয়ার পর বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার, সমর্থক ও অনুরাগী শিবিরে আনন্দের আমেজ বিরাজ করছে। আজ (২৯ অক্টোবর) বা শনিবার কারাগার থেকে মুক্তি পেতে পারেন শাহরুখপুত্র। তবে বন্দিদশার ইতি টানলেও ২৩ বছর আরিয়ান খানকে আদালতের বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলতে হবে।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে এ তথ্য জানা গেছে।
আদালতের নির্দেশনা:
১.অরিয়ান খান দেশত্যাগ করতে পারবে না। তাই আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক-সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।
২. প্রত্যেক শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর দপ্তরে আরিয়ান খানকে হাজিরা দিতে হবে।
৩. কোনো অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। এতে তথ্যপ্রমাণ নয়-ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
৪. বিশেষ আদালতে বাকি থাকা বিচারপ্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না আরিয়ানসহ কোনো অভিযুক্ত।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে উপরের প্রত্যেকটি নির্দেশই বর্তমানে মেনে চলতে হবে।
প্রসঙ্গত,চলতি মাসের গত ২ অক্টোবর আরব সাগরে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয় শাহরুখ পুত্র সহ তার ৮ সঙ্গীকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়।
এনসিবি আরও জানায়, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তারা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান বলিউড অভিনেত্রীর সাথে মাদক বিষয়ে কথা বলেছেন। তার হোয়াটসঅ্যাপ থেকে সে তথ্য পাওয়া গেছে বলে এনসিবি’র দাবি। আরিয়ানের বিরুদ্ধে এ সংক্রান্ত নথি আদালতে জমা দেয়া হয়েছে বলেও জানায় এনসিবি।