পাঁচ বছর বাক্সবন্দির পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৪:১৮ পিএম

পাঁচ বছর বাক্সবন্দির পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’

টলিউডের জনপ্রিয় দেব-শুভশ্রীর জুটি শেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তিনবছর পর ২০১৬ সাথে এই জুটির একসাথে আরেকটি ছবি “ধূমকেতু” তে দেখার কথা থাকলেও এখনও মুক্তি পায়নি ছবিটি। প্রায় পাঁচ বছর বাক্সবন্দি থাকার পর মুক্তি পাবার সম্ভাবনায় “ধূমকেতু”। একটি টুইট দেখার পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে এসেছে অনেক প্রশ্ন। তবে কি সত্যি মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী অভিনীত “ধূমকেতু”?

গত শনিবার রাতে প্রযোজক রানা সরকারের করা টুইট দেখে শোরগোল তৈরি হয়ে গেছে টলিউডপাড়ায়। কারন বেশ কয়েকবছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু' ছবিটি। রানা সরকারের টুইটে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমপ্রেমীরা।

টুইটে রানা সরকার লিখেছেন, “''আমার সঙ্গে দেব এবং SVF-র কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা কথোপকথন হয়েছে। সবকিছুই ইতিবাচক হয়েছে। খুব শীঘ্রই একটা ভালো খবরের জন্য অপেক্ষা করুন, জয় জগন্নাথ”। এর সাথে রানা সরকারের এই টুইট একটি স্মাইলি দিয়ে শেয়ার করেছেন দেব নিজেও।

জানা গেছে, ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। এর আগে তাঁর সেই লুক সামনে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। তবে এখন পর্যন্ত ছবিটি মুক্তি না পাওয়ায় বয়স্ক লুকে দেবকে দেখার আকাঙ্খা পূরণ হয়নি সিনেমাপ্রেমীদের। তবে  রানা সরকারের টুইটে তাঁরা আশার আলো দেখছেন ভক্তরা, কারন প্রায় ৮বছর পর একসাথে দেখা মিলবে এই জুটির। 

Link copied!