সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে তার শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশেই শায়িত করা হবে ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতাকে।
তার আগে সিঙ্গাপুরে প্রথম জানাজা শেষে মঙ্গলবার সকালে দেশে আনা হবে ফারুকের মরদেহ। নেয়া হবে জাতীয় শহীদ মিনারে। সেখানে এই বীর মুক্তিযোদ্ধা তারকাকে দেয়া হবে গার্ড অব অনার। এরপর নেয়া হবে বহুদিনের কর্মস্থল এফডিসিতে।
তারপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে নেয়া হবে গাজীপুরে।
ফারুকের প্রকৃত নাম আকবর হোসেন পাঠান দুলু। ১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে তার জন্ম। চলচ্চিত্রে এসেছিলেন ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে।
উল্লেখযোগ্য সিনেমা ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘মিয়া ভাই’। এর মধ্যে ‘লাঠিয়াল’ সিনেমাটিতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারুক।
২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত।