আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে দেশের শিল্পী সমাজ

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৩, ০৪:৪৮ পিএম

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে দেশের শিল্পী সমাজ

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বিএফডিসিতে দুপুর ১২ টার দিকে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে দেশের শিল্পী সমাজ। 

এই আয়োজনে শিল্পীরা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের জোর অবস্থানের কথা জানান। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বিশেষ এ আয়োজনে অংশ নেন চিত্রনায়িকা অঞ্জনা,সুজাতা, নূতন, রিয়াজ, তারিন, নিপুণ, নির্মাতা শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার ও ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌসসহ চলচ্চিত্র ও টিভি অঙ্গনের অনেকেই।

এ সময় ফেরদৌস বলেন, ‘আপনারা যারা মানবাধিকারের কথা বলেন তারা কি ভুলে গেছেন যে মানুষকে পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন। আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ নিজেরাই জ্বালাও পোড়াও করছেন। সামনে নির্বাচন। আমরা সবাই চাই একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তা অনুষ্ঠিত হোক। দেশের জনগণ কখনও অশান্তি চায় না।’

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্যই আজ আমরা শিল্পীরা একত্রিত হয়েছি।’

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। 

Link copied!