‘পুলসিরাত’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বুবলী!

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৩, ১০:২৪ এএম

‘পুলসিরাত’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বুবলী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বছরের বিভিন্ন সময়ে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। তবে বছরের শেষটা হলো তার কাজের খবর দিয়েই। একটি নতুন সিনেমার খবর দিলেন এই অভিনেত্রী। 

‌‘পুলসিরাত’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (২৩ ডিসেম্বর) তার ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। 

জানা গেছে, আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘‘আমার নতুন ছবির নাম ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।’’

বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। ২০১৬ সালে পরিচালক শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেন। শাকিব খানের সঙ্গে এ বছরে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন তিনি। 

Link copied!