প্রশংসিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:৪০ পিএম

প্রশংসিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’

১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ প্রদর্শিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় দেখানো হয় শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। 

স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১১ আগস্ট।

পরিচালক বলেন, আপনারা জানেন আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে শিশু-কিশোরদের যে ভূমিকা দেখি ইতিহাসের পাটে পাটে, সেরকমভাবেই গল্পটা সাজানো হয়েছে। এমন সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে যখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো যেতো না। সেই সময়কার একটি গল্প।

তিনি বলেন, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং। আরো যদি শিশুদের ইতিহাসের মুখোমুখি করানো হয় তাহলে আরো জটিল সমীকরণের মধ্য দিয়ে সবার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এবারের উৎসবে ঢাকায় ২টি ভেন্যু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে।

প্রতিবছরের ন্যায় এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত ছিল। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই। শিশু নির্মাতাদের চলচ্চিত্র বিচার কাজে জুরি বোর্ডের সবাই শিশু-কিশোর। অর্থাৎ ছোটদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো বাছাই করবে ছোটরাই।

Link copied!