অভিনেতা সিয়ামের জন্মদিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ০৮:৪৯ পিএম

অভিনেতা সিয়ামের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ। ৩২টি বসন্ত পার করে ৩৩তম বছরে পা দিলেন এই অভিনেতা। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর তার জন্মদিনটা একটু ব্যতিক্রমভাবে ঘরোয়াভাবে পালিত হয়েছে। কারণ এবছরই সিয়াম তার পরিবারের অতিথি পুত্র সন্তানের সাথে জন্মদিন পালন করেছেন।  

জন্মদিন পরিবারের সঙ্গে কাটাতেই গেল রবিবার রাতে কলকাতা থেকে সিনেমার কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন। কলকাতায় যাওয়ার আগে দ্বিতীয়বারের মতো তার হাতে উঠে আসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিয়াম।  দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি, নিজের প্রথম সন্তানের সাথে প্রথম জন্মদিন-সবমিলিয়ে যেন এবারের জন্মদিনটি তার জীবনের এক অন্যরকম জন্মদিন। গত বছর ২৬ এপ্রিল সিয়াম পুত্রসন্তানের বাবা হন।

এই প্রশ্নের জবাবে সিয়াম গণমাধ্যমকে বলেন, “সত্যি বলতে কী, জন্মদিন এলে পুরো পরিকল্পনা সম্পর্কে ধারণা করতে পারি না। তবে বাবা হওয়ার পর এটা আমার প্রথম জন্মদিন। তাই আমার পুত্রসহ পরিবারের সঙ্গেই বেশি সময় কাটবে।”

১৯৯০ সালে ঢাকায় জন্মগ্রহণকারী সিয়াম আহমেদ ২০১২ সাল থেকে পড়াশোনার পাশাপাশি টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সিয়াম আহমেদ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি নেন।

টেলিভিশনে প্রচারিত সিয়ামের পথম নাটক ‘ভালোবাসা ১০১’। এর পরে একাধিক টিভি নাটকে অভিনয় করেন এই অভিনেতা। ২০১৭ সালে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। এরপর থেকে তার অভিনীত সবকটি  ছবি ব্যবসা সফল হয়েছে।

সিয়াম জানান, এরই মধ্যে ‘অন্তর্জাল’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করবেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল। কলকাতায় রাজা চন্দ পরিচালিত একটি সিনেমায় কয়েক দিন শুটিং করেছেন।  শিগগিরই সিয়াম অলকা রঘুরামের পরিচালনায় ‘ইন দ্য রিং’ নামক আরও একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।

সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়ামের বিপরীতে ছিলেন অভিনেত্রী  পরীমনি। ঢাকাই চলচ্চিত্রে তার প্রথম ছবি ছিল রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’। এতে তার বিপরীতে ছিলেন পূজা চেরী। সিনেমাটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

Link copied!