গায়িকা মিলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২১, ০৪:৪৩ এএম

গায়িকা মিলার বিচার শুরু

সাবেক স্বামী পারভেজ সানজারিকে অ্যাসিড নিক্ষেপের মামলায় গায়িকা তাসবিয়া বিনতে শহীদ মিলা ও তার সহযোগীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৪ নভেম্বর) ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। অন্যদিকে মিলার আইনজীবী অব্যাহতির আবেদন করলে শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক।

বিচারক মিলার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? এ সময় মিলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জ গঠনের আদেশ দেন।

ফিউশন ও লোকধারার গান পরিবেশনকারী এই শিল্পীর বিরুদ্ধে ২০১৯ সালের ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেন এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

রাজধানীর  উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে। সে ঘটনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন সানজারি। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়।

এর আগে, ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই পুলিশ সানজারিকে গ্রেপ্তার করে ।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালের ১২ মে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের ঠিক ১৩ দিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরবর্তীতে বিচ্ছেদ হয় এই দম্পতির।

২০১৭ সালের অক্টোবরে পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যেই এসিড হামলার শিকার হন পারভেজ।

Link copied!