জেলেনস্কির বাড়ির সামনে গোল্ডেন গ্লোবজয়ী ‘নাটু নাটু’র শুটিং!

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০৯:০৬ পিএম

জেলেনস্কির বাড়ির সামনে গোল্ডেন গ্লোবজয়ী ‘নাটু নাটু’র শুটিং!

৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান বিভাগে টেইলর সুইফট, লেডি গাগা, রিয়ানার মতো মিউজিক সেনসেশনদের হারিয়ে পুরস্কার জিতেছে এসএস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা “আরআরআর” এর “নাটু নাটু” গানটি। সেরা মৌলিক গানের স্বীকৃতি পাওয়ার পর জানা গেল, এই গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে ইউরোপের দেশ ইউক্রেনে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রাষ্ট্রীয় বাসভবনের বাইরে “নাটু নাটু” গানটির দৃশ্যধারণের কাজ হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগেই গানটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়। ইউরোপের দেশটিতেই সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হয়েছিল।

“নাটু নাটু” গানটির  কথা লিখেছেন কালা ভৈরাবা ও রাহুল সিপ্লিগুঞ্জ। পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন এমএম কিরাবাণী। 

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ১১ জানুয়ারি ভোরে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮০তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এসএস রাজামৌলি, দুই অভিনেতা এনটিআর জুনিয়র ও রামচরণ।

গত বছরের মার্চে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত “আরআরআর”। মুক্তির পর বিশ্বজুড়ে ১,২০০ কোটি রুপির বেশি আয় করেছিল এনটিআর জুনিয়র ও রামচরণ অভিনীত তেলেগু সিনেমাটি। এতে আরও অভিনয় করেছিলেন অজয় দেবগণ, আলিয়া ভাট, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস।

শুধু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেই, চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের দৌড়েও আছে “নাটু নাটু” গানটি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের ঘোষিত ৯৫তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত “আরআরআর ”। 

এর মাধ্যমে দীর্ঘ ২১ বছরে অস্কারে মনোনয়ন পেয়েছে ভারত। সেরা মৌলিক গানের পাশাপাশি অস্কারের আরও ১৪টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত “আরআরআর ” সিনেমাটি।

Link copied!