ইন্ডিয়া জোট আমার তৈরি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি (ভারতের প্রধানমন্ত্রী) থরথর করে কাঁপেন। এমনই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার (২৮ এপ্রিল) প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর এলাকায় জনসভায় দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
জনসভায় ভোট কাটাকাটির রাজনীতিতে না যাওয়ার অনুরোধ করে মমতা বলেন, ‘দিল্লিতে যদি সত্যিই বিজেপিকে রুখতে চান, তা হলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না। আমরাও যাইনি কোথাও।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইচ্ছা করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে যদি বিজেপিকে রুখতে না পারি। সবাই লেজ গুটিয়ে পালালেও, তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। অন্য কোনো দল নয়।’
ভারতীয় কংগ্রেস নিয়ে প্রশ্ন
ভারতীয় জাতীয় কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘সিপিএমের সঙ্গে কংগ্রেসকে জোট বাঁধতে বারণ করেছিলাম। দুটি আসনও ছাড়তে চেয়েছিলাম। কিন্তু তারা শোনেনি। আসন ভাগাভাগি করেছে তারা। আপনারা কি চান আমি সিপিএমের সামনে আত্মসমর্পণ করি? বিধানসভায় একটি আসনও নেই, তা সত্ত্বেও কংগ্রেস নেতৃবৃন্দকে দুটি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম, সিপিএমের সঙ্গে জোট না করতে। কিন্তু তারা কথা শোনেনি।’
কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মমতা আরও বলেন, ‘আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় তাদের একটাও আসন নেই। তবু লোকসভায় দুটো আসন দিতে চেয়েছিলাম। তারা নিলো না, সিপিএমের হাত ধরলো। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি?’
সূত্র: আনন্দবাজার পত্রিকা