নিপুণের সাথে বিরোধ, সদস্যপদ হারাচ্ছেন জায়েদ খান!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৩, ০৫:৪১ পিএম

নিপুণের সাথে বিরোধ, সদস্যপদ হারাচ্ছেন জায়েদ খান!

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। পুরো নাম জহিরুল হক মনু। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক। সমিতিতে একসময় দাপটের সাথে রাজত্ব করলেও শীর্ষস্থানীয় এই নেতার অস্তিত্ব এখন নড়বড়ে। বর্তমানে ঢালিউডের এই অভিনেতা সমিতির সদস্য পদও হারাতে চলেছেন।  

২০২২ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। অন্যদিকে, জায়েদ খানের বিরুদ্ধে নিপুণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ি ওইসব অভিযোগ আমলে নিয়ে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের প্রধান, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান।

তবে আপিল বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান জায়েদ খান। নিপুন আক্তারও একই পথে হাঁটেন। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে শেষ হাসিটা নিপুণই হাসেন। নিপুণের কাছে সাধারণ সম্পাদক পদ হারানোর পর এবার তারই কারণে সদস্যপদও হারাতে চলেছেন জায়েদ খান। এমনই গুঞ্জণ ছড়িয়ে পড়েছে ঢালিউড পাড়ায়।

শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ-এই দুই প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। ওইসময় মিশা-জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত হওয়া অভিনেতা রুবেল ও অভিনেত্রী সুচরিতার সদস্য পদ সম্প্রতি বাতিল করেছে শিল্পী সমিতি। তারা দুজনই নিপুণের কড়া সমালোচক বলে পরিচিত। তাই কার্যনিবাহী কমিটি থেকে তাদের বাদ দেয়া হয়েছে-এমন ধারণা ঢালিউড পাড়ার অনেকে। তাদের মতে, রুবেল-সূচরিতার পর এবার জায়েদকে মাইনাস করার ব্যবস্থা নিচ্ছে কাঞ্চন-নিপুনের নেতৃত্বাধীন কমিটি।

শিল্পী সমিতি কোন অভিযোগের ভিত্তিতে জায়েদ খানের সদস্যপদ বাতিল করতে যাচ্ছে?  শিল্পী সমিতির চিঠিতে জানা যায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, এতে সমিতির সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে। সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

তবে যাকে নিয়ে এককিছু, সেই জায়েদ খানই তার সদস্যপদ বাতিলের বিষয়ে বিস্ময় প্রকা্শ করেন। তিনি জানান, “নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিষয়টি এখনও কোর্টে চলমান, সেখানে তার সদস্যপদ বাতিল করে কীভাবে!

 

জায়েদ খান আরও বলেন, তিনি ভারতে থাকাবস্থায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যাতে তিনি সময়মতো জবাব দিতে না পারেন। সাধারণ সম্পাদক হিসেবে আবারও নিজেকে জয়ী দাবি করে ঢাকাই সিনেমার আলোচিত এই নায়ক বলেন, তিনি সমিতির দায়ত্ব পালন করতে পারছেন না। এখন অন্যায়ভাবে তার সদস্য পদ স্থগিত করতে চাচ্ছে।

Link copied!