কেন কলকাতায় ছুটে গেলেন অপু বিশ্বাস!

শোবিজ ডেস্ক

জুলাই ৩০, ২০২৩, ০১:৫০ এএম

কেন কলকাতায় ছুটে গেলেন অপু বিশ্বাস!

প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেই আবার  কলকাতায় উড়াল দিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। 

তবে সেখানে যাওয়ার কারন হিসেবে জানাগেল, ঈদে মুক্তিপ্রাপ্ত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি এবার কলকাতায় শুরু হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। 

উৎসবে অংশ নিতে কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করেন বন্ধন বিশ্বাস। 

অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার সিনেমাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।’

Link copied!