অশ্বিনের ৫০০ উইকেটের মাইলফলক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৫:৩৭ পিএম

অশ্বিনের ৫০০ উইকেটের মাইলফলক

টেস্ট ক্রিকেটে নবম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার এই কৃতিত্ব দেখান তিনি। 

ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫শ উইকেট পূর্ণ করেন অশ্বিন। সেই সাথে শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫শ উইকেট শিকারের  মাইলফলক স্পর্শ করেন  তিনি । মুরালি ৮৭ ম্যাচে ও অশ্বিন ৯৮ ম্যাচে ৫শ উইকেট নেন। 

মুরালি ৮০০ টেস্ট উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। 

Link copied!