চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে সোমবার সকালে শুরু

বাংলাদেশের আশা

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০১:১৭ এএম

বাংলাদেশের আশা

তৃতীয় ওয়ানডের আগে ব্যাট পরীক্ষা করে দেখছেন মিরাজ ছবি : বিসিবি

আগের দুটি ওয়ানডে ডে নাইটে হয়েছে। সোমবার ১৮ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ফলে ম্যাচে কৌশলও বদল হতে পারে। আর সেটা হবেও এটাই স্বাভাবিক। কারণ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডিউ বা শিশির ফ্যাক্টর কাজ করেছে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বড় স্কোর করার পরেও হেরেছে। 

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে শ্রীলংকা বেশ ধীরস্থির। বাংলাদেশ লিটনকে বাদ দিয়েছে। ছিটকে গেছেন পেসার তানজিম সাকিব। মোস্তাফিজ ফিরতে পারেন দলে। আর ওপেনিংয়ে বিজয় বা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। 

বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ গতকাল কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা সিরিজ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। যেমনটি আমরা সবসময় বলে আসছি,আমাদের দল হিসেবে খেলতে হবে এবং যখন আমরা একটি দল হিসাবে খেলি, আমাদের যে কোনও ম্যাচে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়।’
লিটনকে নিয়ে মিরাজ বলেন, ‘জাতীয় দলে অটো চয়েস বলে কিছু নেই। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের ন্যায় দলে জায়গা পাকা করতে  সবসময়ই পারফর্ম করতে হবে। অতীতে অসাধারন ইনিংস খেলেছেন লিটন। বাংলাদেশের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস আছে তার। এই মুহুর্তে ফর্মহীনতায় ভুগছে সে। কিন্তু আমি বিশ্বাস করি, খুব দ্রুতই দলে ফিরবে সে।’

  

Link copied!