যেভাবে ক্রিকেট বোর্ড ছাড়লেন পাপন

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৭:০৩ পিএম

যেভাবে ক্রিকেট বোর্ড ছাড়লেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগ করার দরকার নেই। ৫ আগস্টের পর তিনি ও তার বোর্ড পরিচালকরা বিসিবিতে আসছেন না। পরপর তিন বোর্ড সভায় তারা না আসলে এই কমিটি বিলুপ্ত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদ বঞ্চিত সংগঠকরা প্রতিদিন আসছেন। তাদের দাবি বোর্ড পরিচালকরা পদত্যাগ করুক। আর যদি না আসে তো এমনিও পদ থাকবে না।

এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘ এখন অনেক পরিচালকই দেশে নেই। অনেকেই পালিয়েছেন। যারা আছেন, তারা পদত্যাগ করলেই হয়ে যায়। পরপর তিনটি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলেই সেই পরিচালকের পদ শূন্য হয়ে যায়। আমরা আইসিসির নিয়ম ভাঙতে চাই না। আমরা আইনের মধ্যে থেকেই পদত্যাগ দাবি করছি।’ 

পাপন বর্তমানে দেশে নেই। আর তিনি ফিরছেনও না এমনটাই ধারণা করা হচ্ছে।  পদত্যাগ করার দরকারও নেই। এমনিতেই বিসিবি সভাপতির পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। 

 

Link copied!