ভারত-পাকিস্তান ম্যাচ: ভুল করে বিপদে না পড়ার আহ্বান রেলওয়ে সংস্থার

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৩, ০৩:৩৯ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ: ভুল করে বিপদে না পড়ার আহ্বান রেলওয়ে সংস্থার

রাজনীতি থেকে খেলার মাঠ। প্রতিদ্বন্দ্বী যদি হয় ভারত-পাকিস্তান। সবার আগ্রহ তো একটু বেশিই থাকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে তো কথাই নেই। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা পৌঁছে যায় তুঙ্গে। দুই দেশের সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আহমেদাবাদ। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই যে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আহমেদাবাদের হোটেলগুলোর বুকিং শেষ সেই জুলাইয়ে। ১০ গুণ বেশি ভাড়া দিতে চেয়েও আহমেদাবাদে থাকার হোটেল পাচ্ছেন না কেউই। নগরীর হোটেলে কক্ষ না পেয়ে হাসপাতালে পর্যন্ত বুকিং দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এ ম্যাচের টিকিটও অনেক আগেই শেষ হয়ে গেছে। একটি টিকিটের দাম কালোবাজারে ৫৭ লাখ রুপি পর্যন্ত উঠেছে। ১ লাখ ৩২ হাজার টিকিট বিক্রির পরও দর্শকদের চাহিদা না মেটায় বাড়তি ১৪ হাজার টিকিট ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কোহলি-বাবরদের লড়াই দেখতে আসা সমর্থকদের যাত্রা নির্বিঘ্ন রাখতে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত একজোড়া দ্রুতগতির বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এটিকে ‘ক্রিকেট-পাগলদের জন্য উপহার’ উল্লেখ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 

সংস্থাটি পক্ষ থেকে বলা হয়েছে, ‘সমর্থকেরা ভুল করে বিপদে পড়বেন না! ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেট সমর্থকদের অতিরিক্ত ভিড় দূর করতে পশ্চিমাঞ্চল রেলওয়ে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে দুটি বিশেষ ট্রেন চালাবে। বুকিং দেওয়া যাবে ১২ অক্টোবর থেকে’।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও দেশটির বৃহত্তম শহর মুম্বাই। আর আহমেদাবাদের অবস্থান মহারাষ্ট্রের পার্শ্ববর্তী রাজ্য গুজরাটে। রেলপথে মুম্বাই থেকে আহমেদাবাদের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ‘সুপারফাস্ট’ ট্রেনে শহর দুটিতে যাতায়াত করতে সময় লাগে আট ঘণ্টা।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া মুম্বাইবাসী ক্রিকেটপ্রেমীরা আগামীকাল শুক্রবার রাতে বিশেষ ট্রেনে আহমেদাবাদে রওনা দিতে পারবেন। বিশেষ ট্রেনেই মুম্বাই ফিরতে চাইলে আহমেদাবাদ ছাড়তে হবে আগামী রোববার ভোরে। রেলের সূচি অনুযায়ী, সেদিন দুপুরে মুম্বাইয়ে পৌঁছার কথা ট্রেনটির।

Link copied!