জসওয়ালের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০১:৫৬ পিএম

জসওয়ালের সেঞ্চুরি

শতরানের পর জসওয়াল ছবি : ফেসবুক

তরুণ ওপেনার জসওয়ালের হার না মানা শতরানে বিশাখাপত্তনমে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে ভারত। ইংল্যান্ডের বোলারদের কঠিন দিন গেছে। 

টস জিতে ব্যাট নেয় ভারত। ৬ উইকেটে ৩৩৬ রান তুলে দিন শেষ করেছে তারা। জসওয়াল ১৭৯ রানে এখনও অপরাজিত রয়েছেন। 

জসওয়ালের ২৫৭ বলের ইনিংসে ১৭টি চার ও ৫টি ছক্কা রয়েছে। এটি জসওয়ালের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এখন ইনিংস বড় করার চেষ্টা করবেন তিনি। 

৫ টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।  

Link copied!