জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৩৫ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থল বন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, জহুর আলীকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। খবর সমকাল।
জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।
মঙ্গলবার, ০৭ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম।
স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক চৌধুরী জানান, জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিনদিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় বেশ কিছু লুঙ্গি নিয়ে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। যাওয়ার সময় পরিবারের সদস্যদের বলে যান, লুঙ্গিগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন; কিন্তু আর ফেরেননি।
স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় বিএসএফ। এর পর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, ভারত সীমান্তে নিহত জহুর আলীর পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঢাকায় একটি কোম্পানির নিরাপত্তারক্ষীর কাজ করত। তিনি গত ৫ জানুয়ারি ঢাকা থেকে বাড়িতে আসেন। ৬ জানুয়ারি কোনো এক সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুইবিল বিওপির মানিকভান্ডার এলাকার মেইন পিলার ১৯৬৮/এম-এর কাছ দিয়ে ভারতে প্রবেশ করেন। আজ সকাল ১০টার দিকে ভারতের প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে স্থানীয় জনগোষ্ঠী খোয়াই থানার অন্তর্গত গৌড়নগর এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর পড়ে থাকতে দেখে স্থানীয় খোয়াই থানায় খবর দেন। ভারতের খোয়াই থানা থেকে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে নিশ্চিত করেন। ওই ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট থানার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
চুনারুঘাট থানার ওসি বলেন, `বিষয়টি জানার পর বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে।’