সিলেটে জমে উঠেছে বিপিএল। ক্রিকেটীয় লড়াই জমে উঠে বলা চলে। কিন্তু কিছু ব্যাপার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মঙ্গলবার ঢাকা ক্যাপিটাল ও রংপুর রাইডার্সের ম্যাচে একটি ‘নো’ বলে খটকা লাগে সবার। বোলারের স্টেপ অনেক বাইরে ছিল।অনেকে এখানে স্পট ফিক্সিংয়ের গন্ধও পেয়েছে।
এবার বিপিএল শুরু হয়েছে টিকেটের অসন্তোষ নিয়ে। ঢাকায় ও সিলেট প্রচুর মানুষ বিপিএল দেখছে। তবে টিকেট পেতে হয়েছে কষ্ট।
ঢাকা ক্যাপিটালসের মালিক নায়ক শাকিব খান। তার দল টানা ৪ ম্যাচে হেরেছে। কিন্তু দলের ভরাডুবি নিয়ে অনেকে শঙ্কায়। তবে এমন ‘নো’ বলের জন্য মানুষ অন্য সন্দেহ করছে। সবাই ভাবছে, দল খারাপ করলেও অবৈধভাবে কাজ আদায় করছে ঢাকা!
এসবই এখন পর্যন্ত গুঞ্জন। কারণ প্রমাণ নেই কারো কাছে। তবে এই নো বলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই ফ্রাঞ্চাইজি আসরে এমন দৃশ্য দেখলেই অনিয়ম ঘটেছে মনে করেন।