জানুয়ারি ৭, ২০২৫, ০৫:১৪ পিএম
ব্রিটেনের জনগণকে সেবা দেয়ার সুযোগ পাওয়া মন্ত্রীদের জীবনযাপন, চলাফেরা কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিধিমালা ঠিক করেন ঐ উপদেষ্টা৷ বর্তমানে এই দায়িত্ব পালন করছেন লরি ম্যাগনাস৷ ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে ‘ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস’ হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার৷ সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে তার স্বাধীনভাবে কাজ করার কথা৷
চিঠি দেওয়ার মাধ্যমে টিউলিপ সিদ্দিক ‘সম্পূর্ণ সঠিক কাজ করেছেন’ বলে সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার৷
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের কাজ আর্থিক বাজারের দুর্নীতি রোধ করা৷ সম্প্রতি দেশটির সানডে টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় অভিযোগ করা হয়, তিনি তার খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ব্যবহার করেছেন৷ ফ্ল্যাটগুলোর অবস্থান লন্ডনে৷
এছাড়া গতমাসে বাংলাদেশে ওঠা এক অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন৷
ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘সন্দেহ এড়ানোর জন্য, আমি চাই আপনি স্বাধীনভাবে এই সম্পর্কে তথ্য প্রতিষ্ঠা করুন।”
এই সপ্তাহের শেষদিকে ব্রিটিশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে তার চীন সফরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু এখন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন৷