কোপা দেল রে

রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয়

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৫, ১২:৩১ পিএম

রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয়

রিয়াল মাদ্রিদের আরদা গুলের গোল পেয়েছেন। ছবি : এক্স

কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। রাতে ডেপ মিনেরাকে তারা ৫-০ গোলে হারিয়েছে। রিয়াল বেশ ছন্দে ছিল ম্যাচে। 

আরদা গুলের জোড়া গোল করেছেন। এছাড়া ভালভার্দে, কামাভিঙ্গা ও মড্রিচ গোল করেছেন। বার্সেলোনা শেষ ষোলোতে গেছে। 

 

Link copied!