শুভমান গিল সুস্থ

পূর্ণ শক্তির ভারতের সামনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৩, ০১:১৩ এএম

পূর্ণ শক্তির ভারতের সামনে পাকিস্তান

শুভমান গিল বেশ সুস্থ। দলের সঙ্গে অনুশীলন করেছেন। ফলে তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেন। আবার ভারতের কোচ ভাবতে পারেন, উইনিং কম্বিনেশন ভাঙবো কেন? তবে স্বস্তি পাকিস্তানের মোকাবিলা করার আগে পূর্ণ শক্তির ভারতীয় দল । অন্যদিকে পাকিস্তানও প্রস্তুত রয়েছে।

ভারত ও পাকিস্তান এ বিশ্বকাপে পারফেক্ট রেকর্ড ধরে রেখেছে। ২টি ম্যাচের ২টিতে তারা জিতেছে। আজকের ম্যাচ যে দল জিতবে তারা এগিয়ে থাকবে মানসিকভাবে।  

১৯৯২ সালের পর ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি পাকিস্তান। যেকোনভাবে এবার হারের বৃত্ত ভাঙতে মরিয়া পাকরা। অন্য দিকে  বিশ্ব মঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে বদ্ধপরিকর ভারত।

এক লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু  আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্লকবাস্টার এ ম্যাচকে ঘিরে স্টেডিয়াম এলাকা  নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে ১১ হাজার পুলিশ সদস্য।  

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে শুধুমাত্র আইসিসি তথা ইন্টারন্যাশনাল ইভেন্টেই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এই দুই দলের ম্যাচ নিয়ে সব সময়ই সারাবিশ্বের লাখ-লাখ ভক্তদের মধ্যে বিরাজ করে  উত্তেজনা। সেই সাথে ব্রডকাস্টার এবং স্পনসরদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচ দেখতে মরিয়া সমর্থকদের চাপে ইতিমধ্যেই আহমেদাবাদে সব হোটেলের রুম বুকড হয়ে গেছে। এমনকি হোটেল ভাড়া ১০ গুণ বেড়ে যাবার কারণে স্বাস্থ্য পরীক্ষার নামে বাধ্য হয়ে শহরের হাসপাতালগুলোতে ওয়ার্ড নিয়ে রাত পার করছেন ভক্ত সমর্থকরা। 

ভারতের প্রধানমন্ত্রীর নামে নাম করা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলই মাঠে নামছে টুর্নামেন্টে  এ পর্যন্ত অপরাজিত থেকে।  

Link copied!