ইউএস ওপেন টেনিসে নারী এককের ফাইনালে শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। আর্থার অ্যাশ কোর্টের ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়েছেন তিনি।
ফাইনালে পেগুলাকে সাবালেঙ্কা হারিয়েছেন ৭-৫,৭-৫ গেমে। সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম। এর আগে তিনি দুটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।