বইমেলায় আসছে ফারজানা স্নিগ্ধার সায়েন্স ফিকশন ‘ভিনগ্রহে ইনকা’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ১১:৪০ পিএম

বইমেলায় আসছে ফারজানা স্নিগ্ধার সায়েন্স ফিকশন ‘ভিনগ্রহে ইনকা’

শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। মেলায় নবীন লেখকদের উৎসাহ দিতে বই ও লেখক পরিচিতির আয়োজন করেছে দ্য রিপোর্ট ডট লাইভ। চলবে পুরো মেলাজুড়ে।

এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে ফারজানা স্নিগ্ধার সায়েন্স ফিকশন ‘ভিনগ্রহে ইনকা’। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন লেখক নিজেই। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা বাউন্ডুলে। বই মেলায় তাদের স্টল নং ১৩৮। বইটির কভার মূল্য ২০০ টাকা। ১০ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাবে বইটি।

ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা ফারজানা ‘জোনাকির বই’ নামে একটি কবিতারও বই লিখেছেন।

ফারজানা স্নিগ্ধা আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করছেন মঞ্চ ও ইলেক্ট্রনিক মাধ্যমে। লিখছেন চিত্রনাট্য। এছাড়া গান-এর জন্য পরিচিতি আছে ফারজানার। ভালোবাসেন ছবি আঁকতে, কবিতা লিখতে। থ্রিলার, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন লেখার প্রতি আলাদা ঝোঁক আছে তাঁর। লিখতে ভালোবাসেন ছোটদের জন্যও।

শিশুদের নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন ফারজানা। নিজের কালচারার একাডেমিতে শিশুদের সংস্কৃতি নিয়ে শেখাচ্ছেন। এছাড়াও ছোটদের থিয়েটারে নাটক লেখা ও মঞ্চ নির্দেশনা দিয়েছেন। শিশুদের প্রিয় টেলিভিশন শো ‘সিসিমপুর’-এর জন্য গল্প লিখেন তিনি।

ভোলা জেলার মেয়ে ফারজানা বিশ্বাস করেন, বড়ো হয়ে গেলেও শিশু মনের কল্পনার জগতকে হারিয়ে যেতে দিতে নেই। সযত্নে লালন করে মাঝেমধ্যেই ঘুরে আসতে হয় সেই কল্পনার জগত থেকে। 

ভিনগ্রহে ইনকা বইটিতে ফারজানা লিখেছেন পৃথিবীর একটি মেয়ের ভিনগ্রহ অভিযানের গল্প নিয়ে।

‘ভিনগ্রহে ইনকা’ বইয়ের গল্পসংক্ষেপ:

ক্লাস এইট এর দুরন্ত মেয়ে ইনকা। তার মা নেই, তবে আছে মায়ের মতো মামী-সোনা। বন্ধুদের সাথে গভীর জঙ্গলে ক্যাম্পে যাবার প্ল্যান করলে মামী যেতে নিষেধ করল, তখন জীবনে আর কোনো এডভেঞ্চার হবে না ভেবে ভীষণ মন খারাপ হল ইনকার। কিন্তু ঠিক সেই দিন অনেক দূরের গ্যালাক্সি থেকে ইউকিলিলি নামের এক এলিয়েন বন্ধু এসে ইনকাকে নিয়ে গেল মহাকাশের এডভেঞ্চারাস জগতে! শুধু কি তাই, ইউকিলিলি ইনকাকে শোনাল, ইনকার মায়ের এক অজানা গল্প! মা ছিল ভালো এলিয়েনদের বন্ধু।

অনেক বছর আগে দুষ্টু এলিয়েনের গ্রহ রানোসা থেকে যখন আমাদের পৃথিবী এবং ইউকিলিলিদের গ্রহ রারার্থকে দখল  করতে এসেছিল দুষ্ট এলিয়েনের দল, তখন ইউকিলিলির মা স্পেস-ক্যাপ্সুলে করে মহাকাশে গিয়ে বীরের মতো লড়াই করে বাঁচিয়েছিল পৃথিবী ও রারার্থ গ্রহকে।

কিন্তু এত বছর পর, ইউকিলিলির গ্রহে আবারও সবার বড় বিপদ। ইউকিলিলির বন্ধু ইরুস্মাতিকে বন্দি করেছে আরেক গ্রহের প্রাণীরা। ইরুস্মাতিকে উদ্ধার করে নিজের গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে না পারলে মারা যাবে ইউকিলিলির গ্রহের সবাই। আর কেবল মাত্র ইনকাই ইরুস্মাতিকে উদ্ধার করে এনে বাঁচাতে পারে এলিয়েনদের। কারণ একমাত্র পৃথিবীর প্রাণীরাই সবাইকে ভালবাসতে জানে, আবার কেউ নিরপরাধকে আঘাত করলে তার সাথে লড়াই করতেও জানে। 

রারার্থ গ্রহের প্রাণীদের জীবন বাঁচাতে মহাকাশ অভিযানে যায় ইনকা! স্পেসশিপে করে পৌঁছে যায় ভিনগ্রহে। কি হয় তারপর? জানতে হলে পড়তে হবে ‘ভিনগ্রহে ইনকা’ বইটি। 

Link copied!