ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৭:৫৩ পিএম
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জেলা বা শহর কেন্দ্রিক গবেষণা হলেও প্রত্যন্ত গ্রামে গভীর অনুসন্ধানের দাবি রাখে। এরই ধারাবাহিকতায় এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাধর্মী গ্রন্থ একাত্তরে কুমিল্লা: বুড়িচং ও ব্রাক্ষ্মণপাড়া।
আহমদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত এই গ্রন্থের রচয়িতা তরুণ গবেষক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী তাসনোভা জেরিন উলফাত নিশাত।
গবেষণা গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষে গবেষণার সুযোগ পেয়ে কুমিল্লার মেয়ে হিসেবে ‘মুক্তিযুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা’ বিষয়ে গবেষণা করছি।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের গৃহীত প্রকল্প একাত্তরে ব্রাহ্মণপাড়া শীর্ষক প্রামাণ্য গ্রন্থ সম্পাদনে তিনি সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন।
তাসনোভা জানান, ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে গিয়ে জানতে পারি সেখানে মসজিদের পাশে অন্তত ৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যার অনুসন্ধানে গিয়ে গা শিউরে ওঠে।
মুক্তিযুদ্ধভিত্তিক তরুণ এই গবেষক মনে করেন, গ্রামের আমেনা বেগমদের মতো নারীরা কোলের সন্তান নিয়ে কাপড়ে অস্ত্র লুকিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের অবদানই বা কম কীসে। এসব ইতিহাস লিপিবদ্ধ করা প্রয়োজন।
গবেষণার অংশ হিসেবে তিনি, বুড়িচং উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে প্রবীণ ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও নারীদের সঙ্গে কথা বলে তার গবেষণা কাজ করছেন বলেও জানান তাসনোভা জেরিন।
তরুণ প্রজন্মের গবেষক ও প্রাবন্ধিক তাসনোভা জেরিনের পৈত্রিক নিবাস কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। পিতার চাকুরিসূত্রে তার শৈশব কেটেছে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্ত করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সহ সভাপতি হিসেবে তিনি কাজ করেছেন ।
তাসনোভা মুক্তিযুদ্ধ জাদুঘরের জুনিয়র রিসার্চ ফেলো এবং ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের মাঠ গবেষক হিসেবে কাজ করেছেন। বিভিন্ন দৈনিক পত্রিকা ও সাময়িকীতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ লিখে থাকেন।
জেরিন নিয়মিত বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে থাকেন। তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, গণহত্যা ও নারী নির্যাতন।