গাড়ির নম্বরপ্লেট, চেকবই- সবেতেই বাংলা, মাতৃভাষা দিবসে চমক দিলেন শিলাজিৎ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৯:৪৬ পিএম

গাড়ির নম্বরপ্লেট, চেকবই- সবেতেই বাংলা, মাতৃভাষা দিবসে চমক দিলেন শিলাজিৎ

৭১ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল ২১ ফেব্রুয়ারি ২০২৩ এ। এ দিন বাঙালি জাতি যে যাঁর মতো করে এই বিশেষ দিনটি উদযাপন করলেন। আর তাঁদেরই অন্যতম ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী শিলাজিৎ। যাঁরা তাঁকে চেনেন তাঁরা সকলেই জানেন তিনি বরাবর ছক ভাঙতে ভালোবাসেন। এবারও তিনি তেমনই এক নমুনা দেখালেন।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করেছেন 'ঝিন্টির' গায়ক শিলাজিৎ। সেখানে দেখা যাচ্ছে তাঁর গাড়ির নম্বর। সাধারণত আমরা ইংরেজিতেই নম্বর প্লেট দেখে থাকি গাড়ির। কিন্তু এক্ষেত্রে দেখা গেল গাড়ির প্লেট বাংলায় লেখা। এই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন।

ছবিটি শেয়ার করে গায়ক তাঁর পোস্টে লেখেন, 'আমি চেকেও বাংলাতেই সই করি, এটুকুই। মাতৃ ভাষার জন্য শহীদদের সেলাম।' তিনি মূলত এই পোস্টটি তাঁর পেজে করেছিলেন পরে সেখান থেকে তিনি তাঁর প্রোফাইলে শেয়ার করেন, ‘ভাষা শহীদদের সেলাম’ বলে ক্যাপশন দিয়ে।

এই পোস্টের মাধ্যমে বাংলা প্রীতি, বাংলাকে কতটা ভালোবাসেন তিনি সেটা জানালেন। একই সাথে তাঁর কথা থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে তিনি কেবল একটি বিশেষ দিনে এই ভাষা নিয়ে মাতামাতি বা গর্ববোধ করেন না। এটা তাঁর চিরদিনের। ৩৬৫ দিনের অভ্যেস। অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন।

এক ব্যক্তি লিখেছেন, 'তাই নাকি! এনজয় গুরু।' আরেক ব্যক্তি তাঁকে তাঁর গান দিয়েই মজা করে লেখেন, 'গাড়ি চালাতে হবে না। সামনের মাসে তোমায় নৌকা কিনে দেব।' আরেক অনুরাগী তাঁর এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'তোমার থেকে প্রতিমুহূর্তে শিখি। তোমার থেকেই শিখেছি কীভাবে মানুষের থেকে নিজেকে আড়াল করা যায়। নিজের পৃথিবী তৈরি করা যায়।' আরেক অনুরাগীর মতে, 'স্বাধীন থাকা, তোমার রোজের রুটিন।'

কিছুদিন আগে শিলাজিৎ মহিনের ঘোড়াগুলির গায়ক বাপিদার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করেছিলেন, সেটার ছবিও পোস্ট করে সকলের সাথে ভাগ করে নেন পরবর্তীকালে। বাপিদা বর্তমানে ক্যানসারে আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে।

Link copied!