করোনায় রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২১, ০৩:১৫ পিএম

করোনায় রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোনোভাবেই থামছে না মৃত্যৃর মিছিল। হাসপাতালে প্রতিদিনই এই মৃত্যু মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ। মৃত্যুর পাশপাশি বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বুধবার (১৬ জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালর করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মারা গিয়েছিল ১২ জন। এনিয়ে গত ২৪ মে থেকে ১৬ জুন পর্যন্ত ২৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ২০৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামিম ইয়াজদানি বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

বুধবার সকালে দ্য রিপোর্টকে তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর রাজশাহীর ৫জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জনও কুষ্টিয়ার ১ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।’ মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।

রামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়েছেন ২৩ জন। বুধবার পর্যন্ত হাসপাতালে মোট ৩৪৪ জন করোনারোগী ভর্তি আছেন।’

রামেক হাসপাতালের এই পরিচালক আরও জানান গত ২৪ মে থেকে ১৬ জুন পর্যন্ত ২৪দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২০৬ জনের মৃত্যু হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. শামিম ইয়াজদানি জানান, হাসপাতালে মোট ভর্তি ৩৪৪ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ১৬২ জন, নিগেটিভ ১ জন ও সন্দেহভাজন ১৫৫ জন। তারা সবাই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁর, পাবনা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার অধিবাসী।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চলছে সর্বাত্মক লকডাউন। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের লকডাউন শেষে জেলাজুড়ে ১৫টি বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলোও বন্ধ রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সঙ্গে নওগাঁর যাতায়াত বন্ধ রয়েছে। তারপরও কোনোভাবেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

Link copied!