উন্নয়নশীল দেশগুলোর জন্য ৫০০ মিলিয়ন ডোজ করোনা টিকা দেবে চীন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০৫:৩৫ পিএম

উন্নয়নশীল দেশগুলোর জন্য ৫০০ মিলিয়ন ডোজ করোনা টিকা দেবে চীন

চীন বিশ্বের অনুন্নত একশর বেশি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের জন্য ৫০০ মিলিয়ন ডোজ করোনা টিকা সরবরাহ করবে। শুক্রবার (৯ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেস্থোনীয় সংবাদপত্র শিনহুয়াকে এ তথ্য জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থবিষয়ক কর্মকর্তা জিও জিজুন শিনহুয়ার কাছে এক সাক্ষাৎকারে বলেন, চীন অন্যান্য উন্নয়নশীল দেশকে করোনা টিকা উৎপাদনে আন্তরিকভাবে সাহায্য করবে। যাতে বৈশ্বিক করোনা টিকাদান কর্মসূচী জোরদার করা যায়।

জিও বলেন, চীন সবসময়ই করোনা টিকার দেশী ও বিদেশী চাহিদা মেটানোর চেষ্টা করছে। শুরু থেকেই চীন করোনা টিকার পুঞ্জিভূতকেরণের বিরোধীতা করে আসছে।

জিও আরও বলেন, চীন সরকারের সহায়তায়, চীনা ভ্যাকসিন সংস্থাগুলি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ব্রাজিল, তুরস্ক, পাকিস্তান এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশে যৌথ ভ্যাকসিন উৎপাদন করেছে। যৌথ উৎপাদিত টিকার পরিমাণ ২০০ মিলিয়নের বেশি।

চীনের সাথে বেল্ট রোড সহযোগিতার চুক্তি স্বাক্ষরকারী ১৪০ টি দেশের মধ্যে ৮৪ টি দেশ চলতি বছরের শুরুতেই চীনা ভ্যাকসিন পাওয়ার আবেদন করেছে বলে জিও জানান। তিনি আরও বলেন, চীন এই সমস্ত দেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে এবং দেশসমূহে ভ্যাকসিন সরবরাহ করেছে।

জিও আশাবাদ ব্যক্ত করে জানান, ভবিষ্যতেও চীন তার এসব সহযোগীতামূলক কার্যক্রম চালিয়ে যাবে। যাতে উন্নয়নশীল দেশগুলিতে করোনা ভ্যাকসিন উৎপাদন সফল হয় এবং নাগরিকেরা সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন পেতে পারে। যাতে দেশগুলো করোনার বিরুদ্ধে লড়তে পারে এবং মহামারির বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।

সূত্র: শিনহুয়া নেট।

Link copied!