দেশে করোনা শনাক্তের হার নামল ৫ এর নিচে

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:৩৪ এএম

দেশে করোনা শনাক্তের হার নামল ৫ এর নিচে

দেশে ৫ শতাংশের নিচে নেমেছে করোনা রোগী শনাক্তের হার। প্রায় সাড়ে ছয় মাস পর সংক্রমণের এই কম হার দেখল দেশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে, ‘গত ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮ টা) করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনায় মৃত্যুর এই সংখ্যা গত চার মাসের মধ্যে সবচেয়ে কম।

গত ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮ টা) ৩৩ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের হার দাঁড়িছে ৪.৬৯ শতাংশে। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।

দেশে গতকাল পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, টিকার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

Link copied!