৮ ঘন্টায় পদ্মা সেতু পার হলো ১৫ হাজার যানবাহন

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২২, ০২:২০ এএম

৮ ঘন্টায় পদ্মা সেতু পার হলো ১৫ হাজার যানবাহন

সাধারনের জন্য রবিবার যান চলাচল উন্মুক্ত করার পর পদ্মা সেতু প্রথম আট ঘণ্টায় পারাপার হয়েছে ১৫ হাজার ২০০টি গাড়ি। রবিবার সকাল ৬টা থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর প্রথম আট ঘণ্টায় পার হওয়া এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার।

পদ্মা সেতু চালুর প্রথম ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে আট হাজার ৪৩৮টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। আর জাজিরা প্রান্তে ছয় হাজার ৭৬২টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

রবিবার জাজিরা প্রান্তের টোল ম্যানেজার ফারুক হোসেন ও মাওয়া প্রান্তের টোল ম্যানেজার হাসিবুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে এ বিষয় নিশ্চিত করেছেন।

জাজিরা প্রান্তের টোল ম্যানেজার ফারুক হোসেন বলেন, সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ৬টার আগেই আমরা যান চলাচলের জন্য কাজ শুরু করি। যা আশা করেছিলাম তার চেয়ে বেশি সংখ্যক মাযানবাহন সকাল থেকে সেতু পার হয়েছে। এদিকে জাজিরা প্রান্তে ছয় হাজার ৭৬২টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

মাওয়া প্রান্তের টোল ম্যানেজার হাসিবুর রহমান বলেন, সকাল থেকে সেতুতে যেসব গাড়ি চলাচল করেছে তার মধ্যে মোটরসাইকেল বেশি ছিল। বিপুল পরিমানে যানবাহন পার হয়েছে আজ। সবাই নির্ধারিত টোল দিয়েই পার হচ্ছে। 

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী নিজ হাতে টোল দেন। এরপর তার গাড়িবহর সেতু উদ্বোধনের জন্য ফলকের স্থানে যায়। প্রধানমন্ত্রীসহ অতিথিরা গাড়ি থেকে নামেন। সেখানে প্রথমে মোনাজাত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।

এরপর দুপুর ১২টার একটু আগে সুইচ টিপে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দ্বিতল এই সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত।

সেতুতে টোলের হার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। মিনি বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা।

Link copied!