আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ফলাও করে প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৫, ২০২২, ১০:১৫ পিএম

আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ফলাও করে প্রচার

বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। শনিবার বিবিসি বাংলা, হিন্দুস্তান টাইমস, এবিপি, এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ অন্যান্য গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসি বাংলা

বিবিসি বাংলার প্রধান শিরোনাম ছিল-‘ঢাকার সাথে সড়কপথে যুক্ত হল এক তৃতীয়াংশ বাংলাদেশ।’গণমাধ্যমটির ইন্ট্রোতে লেখা হয়, বাংলাদেশের দুই যুগ আগে যে সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল, সেই পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়কপথে যুক্ত হয়ে গেল।

বেলা পৌনে বারোটার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বারোটার দিকে মাওয়া প্রান্তে একটি উদ্বোধনী ফলক উম্মোচন করেন তিনি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়,শেখ হাসিনা বলেন, ''সেতু চালু হওয়ার পর সড়ক ও রেলপথে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে এ অঞ্চলের মানুষের একদিকে দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হবে, অন্যদিকে অর্থনীতি হবে বেগবান। ...আশা করা হচ্ছে এ সেতু জিডিপি প্রবৃদ্ধিতে এক দশমিক দুই-তিন শতাংশ হারে অবদান রাখবে এবং প্রতি বছর দশমিক আট-চার শতাংশ হারে দারিদ্র বিমোচন হবে।''

ইন্ডিয়া টুডে

ভারতের ইংরেজি ভাষার গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে শিরোনাম ছিল- বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে প্রতিকূলতাকে সুযোগে পরিণত করেছেন।

হিন্দুস্তান টাইমস

ভারতে ইংরেজি ভাষার আরেক গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস লিখেছে-পদ্মা সেতু উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে তাদের প্রতিবেদনে।

আনন্দবাজার

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পদ্মা সেতুর উদ্বোধনের খবর লিড করেছে। তারা সংবাদশিরোনাম ছিল ‘পদ্মা সেতু : জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়!’ পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত।

দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এএনআই একই শিরোনাম করেছে। একই শিরোনামে তারা যা লিখেছে তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়- বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো : পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘প্রবল পদ্মা পেরিয়ে স্বপ্নের সেতুর অপেক্ষায় বাংলাদেশ’ শিরোম দিয়েছে ভঅরতের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদ প্রতিদিন লিখেছে, ‘শত বাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশকে অভিনন্দন যুক্তরাষ্ট্র ও চীনের।’

ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশ পদ্মা সেতু : ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনা।’

এবিপি লিখেছে, সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছানোর দূরত্ব কমাবে পদ্মা সেতু।’

প্রতিবেদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের কথা উল্লেখ করেছে ভারতের টাইমস গ্রুপের বাংলা সংবাদমাধ্যম এই সময় তাদের শিরোনামে লিখেছে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা’। সেতুটি নির্মাণে কত খরচ হয়েছে তা নিয়ে আরেকটি প্রতিবেদন করেছে তারা।

‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে: শেখ হাসিনা’ শিরোনামে প্রতিবেদন করেছে কলকাতার জাতীয় দৈনিক আজকাল।

 

Link copied!