আমিও মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত: শাবনুর

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২২, ০৮:৪০ পিএম

আমিও মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত: শাবনুর

বাংলাদেশের সাহস ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেলে। শনিবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই সেতুর উদ্বোধন করেন।

দেশের গর্ব ও অহঙ্কারের এই সেতুর উদ্বোধন উপলক্ষ্যে উচ্ছ্বাসে মেতেছেন দেশের মানুষ। আর সেই উচ্ছ্বাস ছুঁয়েছে বিনোদন জগতেও। এই অঙ্গনের প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্ন জয়ের আনন্দে ভাসছেন। কেউ পদ্মা সেতু নিয়ে গান গেয়েছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন, কেউ আবার ঘোষণা দিয়েছেন সিনেমা নির্মাণের।

মিডিয়া জগতের মানুষ হিসেবে ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীও  পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

শনিবার দুপুরে শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন: “স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সঙ্গে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।”

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজহাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়েই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার কয়েক কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু শুধু দেশের আত্মনির্ভরশীলতা বা আত্মমর্যাদাই বৃদ্ধি করেনি বিশ্বে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে এক অনন‌্য উচ্চতায়।

শেখ হাসিনা দুই দশক আগে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই সময় দেশের বৃহত্তম এ সেতু বিদেশি দাতা সংস্থাগুলোর সহযোগিতায় নির্মাণ করা হবে বলে ধারণা করা হয়েছিল। তখন শেখ হাসিনা সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার প্রেক্ষিতে সম্ভাব্য দাতা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে বিশ্বব্যাংকসহ অর্থলগ্নীকারি  বিভিন্ন আন্তর্জাতিক  প্রতিষ্ঠান সরে গেলে পদ্মা সেতুর নির্মাণ চ্যালেঞ্জ হয়ে পড়ে।

তবে বিভিন্ন বাধা বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আর দৃঢ় প্রত্যয় নিয়ে পুরোপুরি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তার এই সাহসিকতাপূর্ণ পদক্ষেপ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার কোটি কোটি মানুষের জন্য আশির্বাদ।

Link copied!