বছর জুড়ে বিতর্কের ঝড় তোলা ঘটনাগুলোর কথা মনে আছে? আলোচিত-সমালোচিত যে সব ঘটনা দাগ কেটে গেছে জনগণের মনে। বিতর্কের শীর্ষে থাকা ১০টি ঘটনা নিয়ে '২১'র বিতর্কিত দশ'।
১. নেই চলচ্চিত্র তবুও আলোচনায় পরী
৯ জুন বোটক্লাবে কথিত ধর্ষণের অভিযোগ তুলে বছরের বড় একটা সময় আলোচনায় ছিলেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। এরপর ৪ আগস্ট আইনশৃঙ্খলাবাহিনী অভিযানের সময় নিজের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে সাহায্য চেয়ে সাড়া ফেলেন। গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ২৭ দিন কারাবাসেও ছিলেন পরীমনি। ৩১ আগস্ট মুক্তির পরই হাতে নানা ধরনের কথা লিখে আবার বিতর্ক উস্কে দেন ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
২. বিতর্কে পদহারা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ
রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতার পর জিয়া পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্যে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে চিত্রনায়িকা মাহিকে ধর্ষণ হুমকির ফোনালাপ ফাঁস হয়। পদ থেকে অব্যাহতি পাওয়ার পর কানাডা চলে গেলেও ভিসাগত জটিলতার কারণে দেশে ফিরে আসতে হয় ডাক্তার মুরাদ হাসানকে। এখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে একের পর এক।
৩. বিয়ে বিভ্রাটে হেফাজত নেতা মামুনুল
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে আটকা পড়েন মাওলানা মামুনুল হক। শুরুতে স্ত্রী পরিচয় দিলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ আনে ওই নারী। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ডিএমপি তেজগাঁও বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে। ওই মামলায় এখনও তিনি হাজতবাসে আছেন।
৪. ইকমার্সের বিতর্কের শীর্ষে ইভ্যালি
বিভিন্ন লোভনীয় অফারে গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাৎ করে ইভ্যালিসহ স্পঞ্জি প্রতিষ্ঠানগুলো। এরই পরিপ্রেক্ষিতে ইভ্যালি, ই অরেঞ্জসহ রিং আইডি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান কর্মকতাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রাহকদের অর্থ ফেরত বিষয়ে এখনও কোন সুরাহা হয়নি।
৫. সাংবাদিক নির্যাতন-নিগ্রহ
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে দীর্ঘ ছয় ঘন্টা আটক রেখে শারীরিক-মানসিক নির্যাতন, গ্রেফতার ও তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি করার মামলা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোচ্চা হয়ে উঠে বিভিন্ন সংগঠন। ওই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরাও নেমে আসে রাস্তায়। পরে রোজিনা মুক্তি পান।
৬. কলেজ ছাত্রী মুনিয়ার হত্যাকাণ্ড
২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনবীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলা করেন। ১৯ জুলাই দেশজুড়ে আলোচিত এ মামলার তদন্ত রিপোর্টে গুলশান থানা পুলিশ জানায় “মুনিয়ার আত্মহত্যা প্ররোচণা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। একই সূত্র ধরে পরবর্তীতে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়।
৭. চাকরিজীবী লীগের ঘোষণা ও হেলেনা জাহাঙ্গীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে গত ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়। তিনি চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনেরও ঘোষণা দিয়েছিলেন।
গত ৩ আগস্ট পৃথক চার মামলায় রিমান্ড শেষে ২১ সেপ্টেম্বর জামিন মুক্তি পান আওয়ামী চাকরিজীবী লীগের জেরে সমালোচিত এই নেত্রী।
৮. শিক্ষার্থীর চুল কেটে দিয়ে বিপাকে নারী প্রক্টর
পরীক্ষার হলে আসার আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেন সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। সারাদেশে ব্যাপক সমালোচনার পর বিশ্ববিদ্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে তাকে নির্দোষ বলা হয়।
৯. মুজিববর্ষেই ঘটল বড় ভুল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করান। কিন্তু যে দিবসকে ঘিরে এত আয়োজন, সেই মুজিববর্ষের বানানটাই ভুল করেছে আয়োজক কমিটি। মুজিববর্ষ নামের বদলে সেখানে লেখা ছিল 'মুজিবর্ষ', অর্থাৎ মাজে একটি ‘ব’ উধাও! পরবর্তীতে নানা অজুহাত দিলেও বছরের এমন কাঙ্খিত মুহুর্তে এই ভুল স্বাভাবিকভাবে নেয়নি জনগণ। শেষ মূহুর্তে ভুল স্বীকার করে নিয়েছে উদযাপন কমিটি।
১০. বেফাঁস মন্তব্যে গেল মেয়র ও দলীয় পদ
বিতর্কিত মন্তব্যের জেরে গত ১৯ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপর নানা অভিযোগে মেয়র পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। এছাড়া রাজশাহীর কাটাখালী পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীও তার বিতর্কিত বক্তব্যের জেরে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হন৷ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দলীয় কর্মসূচীতে অনুপস্থিতির কারণে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
এছাড়া রেইনট্রি ধর্ষণ মামলার রায় বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের অভিযান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ও সচেতন মহলে যথেষ্ট আলোচনা-সমালোচনা হয় এই বছর।