লকডাউন তোলার পরই বেড়েছে দুর্ঘটনা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:১৩ পিএম

লকডাউন তোলার পরই বেড়েছে দুর্ঘটনা

করোনাভাইরাসের প্রভাবে লকডাউন তুলে নেয়ার পরপরই দেশে অর্থনৈতিক চাকা সচল হতে থাকে। কিন্তু এই সময়ে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পায়। বছরজুড়েই সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত অবস্থা ছিল। তবে কিছু ঘটনা বেশ আলোচনায় ছিল জনমনে।

১. মুজিববর্ষে বড় ভুল

বছর জুড়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নিয়ে নানা আয়োজন ছিল। ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করান। কিন্তু যে দিবসকে ঘিরে এত আয়োজন সেই মুজিববর্ষের বানানটাই ভুল করেছে আয়োজক কমিটি। সেখানে মুজিববর্ষ নামের বদলে মুজিবর্ষ লেখা ছিল। পরবর্তীতে নানা অজুহাত দিলেও বছরের এমন কাঙ্খিত মুহুর্তে এই ভুল স্বাভাবিকভাবে নেয়নি জনগণ।

২. সেজান কারখানায় আগুন

৯ আগস্ট সাড়ে ৬টার রূপগঞ্জে হাসেম ফুডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

৩. নদীতে পুড়ল জীবন

২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী (এমভি অভিযান-১০) লঞ্চটিতে আগুন লাগে। এতে ৪২ জন নিহত হয়েছে। ক্রুটিপূর্ণ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। লঞ্চ মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

৪. মগবাজারে বিস্ফোরণ

২৭ জুন মগবাজারে প্রধান সড়কের পাশে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের আরও পাঁচটি ভবন এবং দুটি যাত্রীবাহী বাসের ব্যাপক ক্ষতি হয়। এতে শতাধিক আহত ও ১২ জন নিহত হয়। প্রাথমিক তদন্তে গ্যাস লাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে উল্লেখ করা হয়।

৫.ময়লার গাড়ি ঘাতক হয়ে ওঠা

শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলনের মধ্যেই ২৪ নভেম্বর নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানকে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার ট্রাক চাপা দেয়। এরপরই নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আবারও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। ২৯ নভেম্বর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হলে আন্দোলন আরও বেগবান হয়।

৬. পদ্মা সেতুর পিলারে ধাক্কা

গত ২৩ জুলাই সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয় ‘শাহজালাল’ নামের ফেরি। সর্বশেষ গত ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরি পিলারে ধাক্কা দেয়। স্রোত ও ফেরিঘাটের জটিলতার কারনে এই সমস্যা হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়। তাৎক্ষণিক ফেরিঘাট স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নিলেও এখন স্রোত কমে আসায় আগের ঘাটেই ফেরি চলাচল করছে।

৭. ফেরিতে ভীড়ে মৃত্যু

ঈদের ছুটির পর ১২ মে প্রচণ্ড ভিড়ে ফেরিতে করে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে হুড়োহুড়িতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

৮. চট্টগ্রামে খালে নিহতর ঘটনা

পহেলা জুলাই চট্টগ্রামে অটোরিক্সা খালে পরে ২ জন নিহত হয়। এরপরই ২৭ আগস্ট খালে পরে নিহত হন সালেহ আহমেদ। গত ৬ ডিসেম্বর একই দুর্ঘটনায় নিহত হয় এক শিশু। উন্মুক্ত খাল ও বর্জ্যের কারনে এই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করে চট্টগ্রামবাসী।

৯. এলএসডিতে হাফিজের মৃত্যু

১৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান নিজের গলায় দায়ের কোপে মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে ২৭ শে মে আইনশৃঙ্খলাবাহিনী এলএসডির সন্ধান পান।

১০. পাটুয়ারিতে ফেরি ডুবি

২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে ফেরি শাহ আমানত ডুবে যায় । এতে হতাহতের ঘটনা না ঘটলেও উদ্ধারকারী জাহাজও ফেরিটি তুলতে সক্ষম হয়নি।অবশেষে ৯ নভেম্বর বেসরকারি উদ্যোগে উদ্ধার করা হয় জাহাজটি।

Link copied!