ভিন্নমাত্রার অপরাধের বছর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০২:৪৭ পিএম

ভিন্নমাত্রার অপরাধের বছর

২০২১ সাল বাংলাদেশের জন্য স্তত্বির বছর বলা যায়। লকডাউন তুলে দেয়ার পাশাপাশি টিকা প্রদানেও অনেক এগিয়ে গিয়েছি আমরা। কিন্তু সব কিছুর পরও অপরাধ ও সংঘর্ষ কম ছিল না। আজ দেশে আলোচিত শীর্ষ দশটি অপরাধ ঘটনা নিয়ে আলোচনা করব।

https://www.youtube.com/watch?v=MF6cg8emazE
 

১. সিনেমার বাহিরেই বিতর্কে পরীমনি

৯ জুন রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন চিত্রনায়িকা পরীমনি। পরে এ মামলায় ঢাকা বোট ক্লাবের বিনোদন সম্পাদক ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচ জনকে উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে অন্যন্য বিতর্কে পরিমনিকেও গ্রেপ্তার করা হয়।

২. মুনিয়ার মরদেহ নিয়ে বিতর্ক

গত ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে আদালতে মামলা করেন। এরপর এটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

৩. সার্জেন্টই পাচ্ছে না বিচার

গত ২ ডিসেম্বর রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে একটি দ্রুতগতির গাড়ির চাপায় আহত হন সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজং। গুরুতর অবস্থার কারণে অস্ত্রোপচার করে তার ডান পা কেটে ফেলতে হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে চালকের আসনে ছিলেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে সাইফ হাসান। প্রথমে জিডি গ্রহণ না করলেও গণমাধ্যমে প্রকাশের পর তা গ্রহণ করে পুলিশ।

৪. মেডিকেলে রক্তক্ষয়

৩০ অক্টোবর সকাল ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হন। এসময় মাহাদী জে আকিব নামে এ শিক্ষার্থী গুরুতর আহত হয়। প্রায় ১৮ দিন আইসিইউতে থাকার পর প্রাণসংশয় থেকে মুক্ত হন তিনি। এ ঘটনায় প্রায় ৩১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

৫. যুক্তরাষ্ট্রের হঠাৎ নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ১০ ডিসেম্বর  র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ রয়েছেন।

৬. মাঠের বাহিরেই নাসির বিতর্ক

ক্রিকেটার নাসির হোসেন মানেই যেন বিতর্ক। সে কারনে বিয়ে করেও ঝামেলায় পরেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির। এরপরই তামিমার আগের স্বামী দাবি করেন বিচ্ছেদ ছাড়াই নাসিরকে বিয়ে করেন তামিমা। এ বিষয়ে মামলা এখনও চলমান। সর্বশেষ তামিমা নিজেকে অন্তঃস্বত্তা দাবি করেন।

৭. ভিন্ন আলোচনায় হেলেনা জাহাঙ্গীর

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়।

গত ৩ আগস্ট পৃথক চার মামলায় আলোচিত তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২১ সেপ্টেম্বর নেত্রী হেলেনা জাহাঙ্গীর আরও দুটি মামলায় জামিন পান।

৮. ভেজাল মদে বছর শুরু

বছরের শুরুতেই ভেজাল মদ আলোচনায় আসে। গত ১ ও ২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এরপর দুই মাসে প্রায় ৩০ জন ভেজাল মদ পানে মারা যায়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে ভেজাল মদের কারখানা উদ্ধার করা হয়।

৯. রহস্যে ঘেরা কলাবাগানের হত্যাকান্ড

রাজধানীর কলাবাগানে ৩১ আগস্ট বাসার নিজ ঘর থেকে থেকে কাজী সাবেরা রহমান (৪৭) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাবিরার মরদেহটি বিছানায় উপুড় হয়ে পড়ে ছিল, বিছানার কিছু অংশও ছিল পোড়া। প্রাথমিক ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে, সাবিরাকে মধ্যরাতে হত্যার পর ধামাচাপা দিতে সকালে আগুন লাগিয়ে দেয়া হয়। এ  হত্যার রহস্য এখনও উন্মোচন করা হয়নি।

১০. ধানমন্ডিতে বিকৃত ধর্ষণ

৮ জানুয়ারি হত্যার আগে ধর্ষণের শিকার হন রাজধানীর ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিন (১৭)। প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান (১৮) তাকে ধর্ষণের কথা স্বীকার করেন। তিনি জানান, ধর্ষণের পরিকল্পনা থেকেই বাসায় ডাকা হয় ওই শিক্ষার্থীকে। প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

Link copied!