শিক্ষাঙ্গনে অঘটনের বছর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৫৯ এএম

শিক্ষাঙ্গনে অঘটনের বছর

করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে দীর্ঘদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এবছরে এর শতবর্ষ উদ্যাপন করেছে। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। শিক্ষক শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনা ছিলো সমালোচনার কেন্দ্রবিন্দু। বছর শেষে বিবাহিত নারীদের হলে না থাকার সুযোগকে কেন্দ্র করে নতুন বিতর্ক সামনে এসেছে। চলতি বছরের সব আলোচিত ঘটনাকে কেন্দ্র করে দ্য রিপোর্ট এর এবারের আয়োজন।

নারী শিক্ষার্থীদের হলে থাকার ক্ষেত্রে বিবাহ বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন–সম্পর্কিত নীতিমালার একটি ধারায় বলা হয়েছে, ‘কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তাঁর সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।’ এ নিয়ম বেশ কয়েকবছর থেকে চলে আসলেও এবছর এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। যার প্রেক্ষিতে প্রশাসন এই আইন বাতিল ঘোষণা করে। 

মোদী বিরোধী আন্দোলনে ছাত্রলীগের দফায় দফায় হামলা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ করেছিলো বাম মোর্চা ও ছাত্রদলের নেতা কর্মীরা। এই আন্দোলনে দফায় দফায় হামলা করার অভিযোগ এসেছে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

অবশ্য ছাত্রলীগের নেতারা এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে এসেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় এর শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করেছিলো ১ ডিসেম্বর।  ১২ দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশ বিদেশের নানা অতিথিরা বক্তব্য রেখেছিলেন। তাদের বক্তব্যের মাঝে দিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন, সীমাবদ্ধতা ও উত্তোরণের পথ সামনে এসেছে। 

১৯২১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

গবেষণায় চৌর্যবৃত্তি হয়েছে এবারও 

গত কয়েক বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ আসছিলো। তবে ওই বছরের শুরুর দিকে তিনজন শিক্ষককে পদাবনতি দেওয়া হয়। এছাড়াও অন্য এক ঘটনায় একজনের বিরুদ্ধে ট্রাইবুনাল গঠন করা হলেও সেই ট্রাইবুনালের বর্তমান অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট কিছুই জানা যায়নি। 

অনলাইন পরীক্ষা এ নিয়ে বিতর্ক 

শিক্ষার্থীদের করোনার কারনে অনলাইনে পরীক্ষা নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই পদ্ধতির ব্যবহার ছিলো প্রথম। এই পদ্ধতির অনেকে সমালোচনাও করেছেন, কিন্তু আপদকালীন সমাদান হিসেবে শেষ পর্যন্ত সকলে বিশ্ববিদ্যালয়কেই গ্রহণ করতে হয়েছে। এছাড়াও দশম ও ইন্টারের শিক্ষার্থীদের শুধু বিভাগের বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হয়েছে। 

ছাত্রের সাথে দেখা করে শিক্ষক মৃত্যুর অভিযোগ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্রলীগের এক নেতাসহ নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আনিসুর ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান (সিএসই বিভাগ)।

সেজানের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই শিক্ষকের সাথে দেখা করে আসার পর বাসায় ফিরে মারা যান কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিম।

শিক্ষার্থীদের চুল কাটলেন শিক্ষিকা

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয় ফারহানা ইয়াসমিন বাতেন নামের এক শিক্ষিকা। এই ঘটনায় শিক্ষার্থীদের রোষানলে পড়ে চাকুরি প্রশাসনিক তিনটি পদ থেকে  পদত্যাগ করেন। পরবর্তীতে তাকে তার সকল দায়িত্ব পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অনেকেই শিক্ষকদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আবরার হত্যা মামলার রায়

দুই বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত; পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির সবাইকে দোষী সাবস্ত করে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান বুধবার এ রায় ঘোষণা করেন। আসামিদের সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে ২২ জনের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে; বাকি তিনজন মামলার শুরু থেকেই পলাতক।

এই রায়ের পর কেউ কেউ আদালতের প্রতি আস্থা প্রকাশ করেছেন অন্যদিকে অনেকই প্রশ্ন তুলেছেন। বলেছেন যে সকলের দায় সমান ছিলো না তাহলে রায়ে কীভাবে সবাই সমান সাজা পায়। 

ঢাকার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস রোধে ঢাকার বাইরে এর পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রথমবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা হয়েছে। প্রথমদিকে অনেকে এ নিয়ে অনেক সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত করতে সক্ষম হয়। 

শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলন

ঢাকা কেন্দ্রীক হাফ ভাড়া আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। যার জের ধরে দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) ৫ শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে যে ৫টি শর্তে হাফ ভাড়া কার্যকর করার কথা বলা হয়েছে, সেগুলো হলো– 

১. এ ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে

২. শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে

Link copied!