আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার হাসি হাসবে ব্রাজিল!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ০২:৫৭ পিএম

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার হাসি হাসবে ব্রাজিল!

এবারের ফুটবল বিশ্বকাপ জিতবে ব্রাজিল। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাবেন নেইমাররা। পর্তুগাল ছিটকে যাবে কোয়ার্টার ফাইনাল থেকে। এমনই পূর্বাভাস দেওয়া হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক মডেলে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সেই গাণিতিক মডেল তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ এবং গবেষক জোশুয়া বুল। গ্রুপ পর্যায়ের ম্যাচের ক্ষেত্রে মডেলটি কম্পিউটারে ১০ লাখ বার পরীক্ষা করা হয়েছে। নক-আউট ম্যাচের ক্ষেত্রে সেই সংখ্যা হল এক লাখ। তারপর সবথেকে 'কমন' ফলাফল গ্রহণ করা হয়েছে। ২০১৮ সাল থেকে রেটিং তথ্য বিশ্লেষণ করে সেই মডেল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গণিতজ্ঞ এবং গবেষক জোশুয়া।

যেখানে ব্রাজিলের জন্য অপেক্ষায় থাকবে গত বিশ্বকাপে তৃতীয় স্থান লাভ করা সোনালি প্রজন্মের বেলজিয়াম। তবে এখানেও প্রতিশোধ মিশন সম্পন্ন করে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে ব্রাজিল। গতবার এই বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তিতের দল।



এই মডেল বলছে, ফাইনালে ওঠার পথে ব্রাজিলকে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে। দ্বিতীয় রাউন্ডেই নেইমারদের মুখোমুখি হতে হবে লুইস সুয়ারেজ-কাভানিদের উরুগুয়ের।

এরপর শেষ আটে ব্রাজিলের সামনে পড়বে স্পেন। সেই বাধাও উতরে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর আর্জেন্টিনা ও বেলজিয়ামকে হারিয়ে হেক্সা জিতে ২০ বছরের অপূর্ণতা ঘোচাবে ব্রাজিল।

অন্যদিকে বেলজিয়ামকেও ফাইনালে পৌঁছাতে বেশ চড়াই-উতরাই পেরোতে হবে। দ্বিতীয় রাউন্ডেই পড়তে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সামনে। আর শেষ আটে তাদের চ্যালেঞ্জ দেবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে সেখানেই।

শেষ চারেও ডি ব্রুইনা–কোর্তোয়াদের পড়তে হবে কঠিন পরীক্ষায়। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। তবে এমবাপ্পে-বেনজেমারা বেলজিয়ামের কাছে হেরে সেখান থেকেই বিদায় নেবে। আর দারুণ খেলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে বেলজিয়াম। তবে বেলজিয়ামের সোনালি প্রজন্মের সমাপ্তিটা হবে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে।

Link copied!