কাটলো হলুদ কার্ড নিষেধাজ্ঞা; ফাইনালে শক্ত রক্ষণভাগ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:০৫ এএম

কাটলো হলুদ কার্ড নিষেধাজ্ঞা; ফাইনালে শক্ত রক্ষণভাগ আর্জেন্টিনার

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। বিশ্বকাপ আসরে দুই হলুদ কার্ড দেখায় তাঁদের ছাড়াই জয় নিয়ে ফাইনালে আর্জেন্টিনা। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ফিরছেন আর্জেন্টিনার এ দুই ডিফেন্ডার।

শিরোপার লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইলে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। এই ম্যাচে পূর্ণশক্তির দল পাচ্ছে আলবিসেলেস্তেরা। 

সৌদি আরবের বিপক্ষে আসর শুরুর ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন অ্যাকুনা। এ লেফট ব্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝেই হানা দিতেন প্রতিপক্ষ শিবিরে। নিজে কোনো গোলের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। তাঁর মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেরায় ফাইনালের আগে বাড়তি শক্তি যোগ হচ্ছে আর্জেন্টিনা শিবিরে।

এদিকে গঞ্জালো মন্টিয়েল সুযোগ পেয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে। বাকি ম্যাচগুলো খেলেছেন বদলি হিসেবেই। ফাইনালের মঞ্চে নিজেকে প্রমাণ করতে সুযোগের অপেক্ষায় এ রাইট ব্যাক। ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে তিনি নিশ্চিত না হলেও, দলের গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের যে কোনো সময় তাকে মাঠে নামাতে পারেন স্ক্যালোনি।

অন্যদিকে উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়াও ফিরতে পারেন শুরুর একাদশে। তাতে রক্ষণের পাশাপাশি আক্রমণেও ধার বাড়বে আর্জেন্টিনার। সবমিলিয়ে শক্তিশালী একাদশ নিয়েই ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। 

Link copied!