ক্রোয়েশিয়া-মরক্কো: কাশেফ জানালো কে হবে তৃতীয়!

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০২:২৪ এএম

ক্রোয়েশিয়া-মরক্কো: কাশেফ জানালো কে হবে তৃতীয়!

কাতার বিশ্বকাপে আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফের প্রেডিকশন প্রায় নির্ভুলভাবেই মিলে যাচ্ছে। সবশেষ দুই সেমিফাইনালেও নির্ভুল ভবিষ্যৎবাণী দিয়েছে কাশেফ। এবার তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ক্রোয়েশিয়া বনাম মরক্কোর ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ।

কাতার বিশ্বকাপের শুরু থেকে ম্যাচের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছে আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এ রোবট। দুই সেমিফাইনাল ছাড়াও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে করা এই রোবটের ভবিষ্যদ্বাণীও মিলেছিল।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় তৃতীয় স্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো-ক্রোয়েশিয়া। 

দুদলের লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ তার ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রেখেছে গেলবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে। কাশেফ বলছে, আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। আর মরক্কোর সম্ভাবনা ৪৪ শতাংশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এই ভার্চুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, একাদশ, ইনজুরি সমস্যা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। রোবটিক এই প্রোগ্রাম বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬০ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার প্রায় ৭০ শতাংশ।

Link copied!