বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২২, ০৯:২২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। শুক্রবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে বিএনপির প্রেস উইং-এর সদস্য শামসুদ্দিন দিদার খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দিদার বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।’ এর কিছুক্ষণ পরই খালেদা জিয়াকে ওই হাসপাতোলে নিয়ে যাওয়া হয়। 

খালেদা জিয়ার কী হয়েছে, এখন শারীরিক পরিস্থিতি কেমন— এমন প্রশ্নে বিস্তারিত কিছু বলতে পারেননি দিদার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর আরেক সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘আমি শুনেছি। ম্যাডামের বাসার দিকে যাচ্ছি। দোয়া করবেন ওনার জন্য।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কয়েকজন চিকিৎসককে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস সংক্র্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাঁকে। এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৬ বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। 

Link copied!