গুগলকে ৩৬৬ মিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১১:০৯ পিএম

গুগলকে ৩৬৬ মিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

গুগলকে আবারো বড় অর্থ জরিমানা করেছে রাশিয়া। সোমবার একটি রুশ আদালত গুগলকে ৩৬৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। রাশিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোসকোমনাদজর এই জরিমানা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ—গুগল মস্কোর দাবি করা বেআইনি কনটেন্ট অপসারণে বারবার ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণেই গুগলকে জরিমানা করা হয়েছে।

এর আগে রাশিয়ার ইন্টারনেট এবং গণমাধ্যম পর্যবেক্ষনকারী সংস্থা রোসকোমনাদজর ইউটিউব থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে সকল ‘ভুয়া খবর’ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এরপর মোট ১৭ বার গুগলকে সাবধান করে বার্তা দিয়েছে রোসকোমনাদজর। কিন্তু তারপরেও তারা রুশ আইন লঙ্ঘন করেছে। রাশিয়া থেকে গুগল এক বছরে যে অর্থ আয় কওে, তার দশ ভাগের এক ভাগের পরিমাণ এই জরিমানা।

ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমার চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে।

Link copied!