ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি সেবা চালু করতে চায় টেলিটক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২২, ০১:৫৪ এএম

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি সেবা চালু করতে চায় টেলিটক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ-জি সেবা চালু করতে চায় রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। এ সেবা চালু করতে প্রতিষ্ঠানটি সরকারের কাছে ২৩৬ কোটি টাকা চেয়েছে।

প্রাথমিকভাবে ঢাকার এক লাখ গ্রাহককে ফাইভ-জি সেবার আওতায় আনতে চায় টেলিটক। এ ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সরকারি দপ্তর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ-সংক্রান্ত ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি প্রযুক্তি চালুকরণ’ প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি ফাইভ-জি সেবা চালু করতে গত বছরের আগস্টে অপর একটি প্রকল্পে বড় অঙ্কের টাকা বরাদ্দ পায় টেলিটক। গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফাইভ-জি সেবা নেটওয়ার্ক আধুনিকায়নে নেওয়া প্রকল্পটিতে খরচ হবে ২ হাজার ১৪৪ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, গৃহীত প্রকল্পের মাধ্যমে ফোর-জি প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ–সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে ফাইভ-জি প্রযুক্তিনির্ভর নেটওয়ার্কের প্রস্তুতি শুরু হবে। আর প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি সুবিধা দেওয়া হবে। তবে পরিকল্পনা কমিশন বলছে, টেলিটকের ফোর-জি সুবিধা এখনো বিভাগীয় ও জেলা শহরে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ফাইভ-জি সেবা দেওয়া শুরুর আগে ফোর-জি সেবার আওতা আরও বাড়াতে হবে।

Link copied!